Description
| Name | রৌদ্রালোকে শিশিরস্নান |
| Category | বাংলা কবিতা |
| Author | মাহমুদ আরিফ |
| Edition | ১ম প্রকাশ, ২০২৪ |
| No of Page | 64 |
| Language | বাংলা |
| Publisher | বাংলার প্রকাশন |
| Country | বাংলাদেশ |
| Weight | 0.47 Kg |
দিনের আলো যখন নিভে আসে, বাতাসে ভাসতে শুরু করে কুয়াশা আর জমতে থাকে শিশির। সারারাত জমে জমে শিশিরকণাগুলো আরও ঘন হয়ে জাঁকিয়ে বসে। সূর্যের প্রথম আলো পড়ে হীরককণার মতই ঝলমল করে উঠে তারা। সেই ঝলমল করতে থাকা শিশিরে সিক্ত হতে চাইলে ঠিক সে সময়টাতেই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে প্রকৃতির কাছে। তবেই হীরকখ-ের মত দ্যুতি ছড়ানো শিশিরের সৌন্দর্য উপভোগ করা যাবে এবং শিশিরসিক্ত হওয়ার সুযোগ পাওয়া যাবে। দেরি হয়ে গেলেই সূর্যের আলোয় মিলিয়ে যাবে শিশির।
আবার সূর্যোদয়ের আগে গেলে শিশিরে ¯ করা যাবে ঠিকই, তবে রৌদ্রালোকে উদ্ভাসিত শিশিরের দ্যুতি ছড়ানো সৌন্দর্য উপভোগ সম্ভব হবে না। আর দেরি হয়ে গেলে কোনো কিছুই লাভ করা যাবে না। তাই উভয়ই পেতে হলে ঠিক সূর্যোদয়ের মুহূর্তেই উপস্থিত হতে হবে। জীবনটাও অনেকটা এরকমই। সব কিছুরই নির্ধারিত সময় থাকে। সেই ঠিক সময়ের জন্য অপেক্ষা এবং সে মুহূর্ত আসামাত্রই সুযোগের সদ্ব্যবহার যে করতে পারে, তার জীবনই সার্থক হয়।
আর তাই ধৈর্য সহকারে অপেক্ষায় থাকতে হয় সূর্যোদয়ের যেন রোদের মিষ্টি আলোয় শিশির¯œানের সুযোগ হাতছাড়া না হয় কোনোক্রমেই।






